আমলকী (বৈজ্ঞানিক নাম: Phyllanthus emblica) ফাইলান্থাসি পরিবারের ফাইলান্থুস গণের একপ্রকার ভেষজ ফল। সংস্কৃত ভাষায় এর নাম 'আমলক'। ইংরেজি নাম amla বা Indian gooseberry , Malacca tree, emblic myrobalan , বা emblic,myrobalan এরা রোমশ বিহীন বা রোমশ পর্ণমোচী বৃক্ষ।