পরিচিতি স্পাইডার বা মাকড়সার পায়ের মত গড়ন এর জন্যই এর নাম স্পাইডার প্ল্যান্ট। হালকা সাদা আর সবুজ রঙের মিশেলে লম্বা লম্বা গুচ্ছাকার পাতা। ঘরোয়া এই গাছটি খুব দ্রুত বেড়ে ওঠে এবং আপনার শোবার ঘরের বায়ু থেকে ৯০ শতাংশ টক্সিন মাত্র ২ দিনের মধ্যে দূর করতে পারে।