সুপারি বাংলাদেশের অর্থকরী ফসলগুলোর মধ্যে অন্যতম। সুপারি লম্বা, সরু এশীয় পাম গাছ Areca catechu-এর ফল। প্রাচীনকাল থেকেই এদেশের মানুষ পানের সাথে অপরিহার্য উপাদান হিসেবে সুপারি ব্যবহার করে আসছে। পানের সাথে সুপারি খাওয়া ছাড়াও আহারের পরে অনেকেই মুখের স্বাধ ফিরে পাবার জন্য শুধু সুপারি খেয়ে থাকেন।